Organ transplant: ফের শহরে জোড়া অঙ্গদানের নজির। ABP Ananda Live

Continues below advertisement

Kolkata News: ফের শহরে জোড়া অঙ্গদানের নজির। নন্দীগ্রামের (Nandigram) বাসিন্দা শ্যামসুন্দর দাসের ব্রেন ডেথ ঘোষণার পর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। গত বুধবার, পেশায় প্যারাটিচার বছর আটত্রিশের ওই ব্য়ক্তি সকুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার (accident) শিকার হন। এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) ট্রমা কেয়ারে ভর্তি করা হলে শুক্রবার রাতে তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরেই শ্য়ামসুন্দর দাসের অঙ্গদানের সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। লিভার, কর্নিয়া ও ত্বক প্রতিস্থাপন করা হবে এসএসকেএম হাসপাতালেই। দু'টিকিডনি প্রতিস্থাপন করা হবে চার্নক ও কমান্ড হাসপাতালে। শ্য়ামসুন্দরের ফুসফুস প্রতিস্থাপন করা হবে দিল্লির মেদান্তা হাসপাতালে। অন্যদিকে, বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে বরানগরের বাসিন্দা তারক দত্তের ব্রেন ডেথ ঘোষণার পর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় তাঁর পরিবারও। ৮ ডিসেম্বর হাসপাতালে ভর্তির দিনেই রোগীর ব্রেন ডেথ ঘোষণা করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এরপরেই তারক দত্তের অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। প্রতিস্থাপনের জন্য একটি কিডনি পাঠানো হয়েছে আরএন টেগোরে, আরেকটি কম্যান্ড হাসপাতালে। লিভার প্রতিস্থাপন করা হবে অ্যাপোলো হাসপাতালেই। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram