Kolkata:মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের অভিযোগ,আজই জমা পড়তে চলেছে অ্যান্টি র্যাগিং কমিটির রিপোর্ট
Continues below advertisement
ABP Ananda live: কলকাতা মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের অভিযোগ নিয়ে আজই জমা পড়তে চলেছে অ্যান্টি র্যাগিং কমিটির রিপোর্ট। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগকারী, অভিযুক্ত, প্রত্যক্ষদর্শী নার্স ও স্বাস্থ্য কর্মী, সকলেরই বয়ান নথিভুক্ত ও রেকর্ড করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, কী ধরনের শাস্তি হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আজই বৈঠকে বসবে কলেজ কাউন্সিল। সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের দ্বিতীয় বর্ষের দুই জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ করেন ওই বিভাগেরই প্রথম বর্ষের দুই জুনিয়র চিকিৎসক। হাসপাতালে ঘর বন্ধ করে মারধরেরও অভিযোগ ওঠে।
Continues below advertisement