Anubrata Mandal : দিল্লি-যাত্রা ঠেকাতে মরিয়া অনুব্রত, রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ
Continues below advertisement
দিল্লি-যাত্রা ঠেকাতে মরিয়া অনুব্রত, রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ। ইডির প্রোডাকশন ওয়ারেন্টে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা অনুব্রতর । বিচারপতি যশমীত সিংহের এজলাসে মামলা পাঠালেন বিচারপতি অনুপ ভামভানি। প্রথমে বিচারপতি অনুপ ভামভানির এজলাসে অনুব্রত মামলার শুনানির কথা ছিল । 'এর আগে বিচারপতি যশমীত সিংহ অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন', বিচারপতি যশমীত সিংহের এজলাসে মামলা পাঠানোর আবেদন করেন অনুব্রতর আইনজীবী।
Continues below advertisement
Tags :
Tmc ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital Anubratamandal ABPAnanda Ed BanglaNews