Panchayat Election: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ
Continues below advertisement
গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata mandal) জামিনের আবেদন খারিজ। পরবর্তী শুনানি ১৪ জুলাই। আজ অনুব্রতর হয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। প্রভাবশালী তত্ত্ব খাড়া করে জামিনের বিরোধিতা করেন সিবিআই-এর আইনজীবী। আর কতদিন তদন্ত চলবে, জানতে চান বিচারক রাজেশ চক্রবর্তী। সিবিআই-এর আইনজীবী জানান, খুব দ্রুত চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। অন্যদিকে তিহাড় জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় আজ শুনানি হল না সায়গল হোসেনের। ভার্চুয়াল শুনানি হল না গরু পাচার কাণ্ডে ধৃত সায়গল হোসেনের। তবে আজ সায়গল হোসেনের আরও ১ কোটি টাকা সম্পত্তির হদিশ পাওয়া গেছে বলে আদালতে দাবি করে সিবিআই। প্রায় ১ কোটি টাকার সম্পত্তির একটি সিজার লিস্ট আদালতে জমা দেয় সিবিআই (CBI)। সায়গলের স্ত্রীর নামে আরও ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলেও দাবি সিবিআই-এর।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bjp ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live Anubratamandal Panchayatelection Cpm ABP Ananda Bengali News Isf Governor Wbpanchayatelection Wbpanchayatpoll