Anubrata Mandal : অনুব্রতর গাড়ি  থেকে লালবাতি খুলে নিয়ে ৫০০ টাকা জরিমানাতেই রাজ্যের দায়িত্ব শেষ ?’ প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতির

Continues below advertisement

অনুব্রতর গাড়িতে লালবাতি লাগানো ও ব্যবহার নিয়ে বিরক্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ‘৫০০ টাকা জরিমানাতেই দায় শেষ ?’, ‘অনুব্রতর গাড়ি  থেকে লালবাতি খুলে নিয়ে ৫০০ টাকা জরিমানাতেই রাজ্যের দায়িত্ব শেষ ?’, প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতির। ‘একজন জেলা সভাপতি কি লালবাতি ব্যবহার করতে পারেন ?’ ‘রাজ্য কি পদক্ষেপ করেছে তাঁর বিরুদ্ধে ?’ ‘ট্রাফিক আইন লঙ্ঘন করলেও কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ করল না রাজ্য ?’ ‘রাজ্যের রিপোর্ট সন্তোষজনক নয়’, মন্তব্য প্রধান বিচারপতির।
‘কারা লালবাতি ব্যবহার করতে পারবেন, নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের’, ‘লালবাতি ব্যবহার নিয়ে বিজ্ঞপ্তি রয়েছে কেন্দ্রের’, ‘এই ঘটনার মাধ্যমে যে বৃহত্তর আশঙ্কা, সেটা নিয়ে চিন্তিত’, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির, কালকের মধ্যে কেন্দ্র ও রাজ্যের রিপোর্ট তলব। গাড়ির কাঁচ কত শতাংশ কালো থাকতে পারে, হলফনামা পেশের নির্দেশ। কাল ফের শুনানি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram