Anubrata Mandal : ইডির যুক্তিতেই মান্যতা, দুবরাজপুর-মামলায় নথি দেওয়ার নির্দেশ আদালতের। Bangla News

Continues below advertisement

ইডির যুক্তিতেই মান্যতা, দুবরাজপুর-মামলায় নথি দেওয়ার নির্দেশ। 'অনুব্রতকে নিয়ে তদন্ত আগে থেকেই করছে ইডি','ইডিও তদন্তকারী সংস্থা, তাই তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই'। ইডিকে দুবরাজপুর-মামলার নথি দেওয়ার নির্দেশ আদালতের। 

'অনুব্রতকে পুলিশের গ্রেফতারির বিষয়টি পুরোটাই সাজানো', দিল্লি যাত্রা আটকাতেই অন্য মামলায় অনুব্রতকে গ্রেফতার, কোর্টে দাবি ইডির। নেপথ্যে কারা রয়েছে, খুঁজে বের করতে হবে, বললেন ইডি-র আইনজীবী। 'কোন সময়ে হামলার ঘটনা, অভিযোগপত্রে কিছুরই উল্লেখ নেই', রাজ্যের আপত্তি আমাদের অবাক করছে, আদালতে দাবি ইডি-র আইনজীবীর। ইডি সার্টিফায়েড কপি কেন চাইছে, আবেদনপত্রে তার উল্লেখ নেই, পাল্টা দাবি সরকারি আইনজীবীর। 'তদন্ত এখনও শেষ হয়নি, থার্ড পার্টি কপি নিতে চাইলে সঠিক কারণ দেখাতে হবে', ইডির আবেদনপত্রেই ত্রুটি রয়েছে, দাবি সরকারি আইনজীবীর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram