Anubrata Mondal: 'অনুব্রতর মাথায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর হাত আছে', মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্যর

ABP Ananda LIVE: 'অনুব্রতর মাথায় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর হাত আছে', মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্যর। কুকথা কাণ্ডে ৬ দিন পার, এখনও হাজিরা দিলেন না অনুব্রত। অনুব্রত-প্রশ্নে এখনও হাত গুটিয়ে বসে পুলিশ! এখনও কোনও কড়া পদক্ষেপ নয়, আদৌ সক্রিয় হবে পুলিশ? অনুব্রতকে ২ বার তলব পুলিশের, ২ বারই তলব অগ্রাহ্য। ২ বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত। আইসি-কে কদর্য ভাষায় গালিগালাজের পরও বহাল তবিয়তে কেষ্ট। TMCP নেতাকে সাসপেন্ড করলেও স্রেফ ক্ষমাতেই অনুব্রতকে মাফ? 

 

অনুব্রত নয় কাজল শেখের ওপর আস্থা সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও কর্মীদের

কুকথা কাণ্ডে ৬দিন পার, এখনও হাজিরা দিলেন না অনুব্রত। অনুব্রত-প্রশ্নে এখনও হাত গুটিয়ে বসে পুলিশ। এবার অনুব্রত মণ্ডলের ওপর কি আস্থা হারাচ্ছেন শাসক দলের নেতা-কর্মীরাই ? বীরভূমে কি ক্ষমতার হাতবদল ? অনুব্রত মণ্ডল নয় কাজল শেখের ওপর আস্থা সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও শাসক দলের কর্মীদের। প্রান্তিকে কাজল শেখের সঙ্গে সাক্ষাৎ সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন তৃণমূল কর্মী ও স্থানীয় নেতৃত্বের। শাসক দলের প্রায় ১০০ জন নেতা-কর্মী দেখা করলেন কাজল শেখের সঙ্গে। অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকব না, এবার থেকে চলব কাজল শেখের নেতৃত্বে, প্রতিক্রিয়া উপপ্রধান সহ শাসক দলের নেতা-কর্মীদের। সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন তৃণমূল কর্মী ও স্থানীয় নেতৃত্ব প্রায় ১০০ জন কাজল শেখের সঙ্গে প্রান্তিকে দেখা করল তৃণমূলের দলীয় অফিসে। অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকবে না, চলতে চায় কাজল শেখের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola