Anubrata Mondal: কুকথা কাণ্ডে ৬ দিন পার, এখনও অধরা কেষ্ট

ABP Ananda LIVE: সমনেও অন্তরালে কেষ্ট, বোলপুরের IC-র ফোন বাজেয়াপ্ত! যে হুমকি দিল, সেই অনুব্রতর ফোন এখনও অধরা! বোলপুরের IC লিটন হালদারের ২টি ফোনই বাজেয়াপ্ত । কেন এখনও কেষ্টর ফোনে বাজেয়াপ্ত করল না পুলিশ? 'আইফোনের ফেসটাইম অ্যাপে কল করেছিলেন অনুব্রত' । 'সেই ফোন স্পিকারে রেখে অন্য ফোনে রেকর্ড করেন IC' । অনুমতি না নিয়ে কারও ফোন রেকর্ড করা বেআইনি' । IC-র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত নিয়ে এমনই দাবি পুলিশ সূত্রে । কীভাবে প্রকাশ্যে এল অডিও ক্লিপ? তারও খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

কেষ্টর মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে বিতর্কে ডাক্তার হিটলার চৌধুরী

কেষ্টর মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে বিতর্কে ডাক্তার হিটলার চৌধুরী। ব্লক স্বাস্থ্য আধিকারিক, তাও কী করে বেসরকারি মেডিক্যাল কলেজে? অনুব্রতকে 'বেড রেস্ট' লেখা চিকিৎসকের সার্টিফিকেটে প্রশ্ন বিরোধীদের। ঠিক কী হয়েছে, শান্তিনিকেতন হাসপাতালের কাছে জানতে চাইলেন কর্ণধার । 'একটা তদন্ত শুরু হয়েছে, কর্ণধারকে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ'। সার্টিফিকেট-বিতর্কে এমনই দাবি কেষ্ট ঘনিষ্ঠ হাসপাতালের কর্ণধার মলয় পিটের। কিন্তু কোথায় BMOH? এখনও খোঁজ নেই চিকিৎসক হিটলার চৌধুরীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola