TMC News: ছাব্বিশের ভোটের আগে কংগ্রেসে ভাঙন, 'হাত' ছেড়ে এবার তৃণমূলে দার্জিলিঙের শঙ্কর মালাকার

ABP Ananda LIVE: ছাব্বিশের ভোটের আগে কংগ্রেসে ভাঙন। 'হাত' ছেড়ে এবার তৃণমূলে দার্জিলিঙের শঙ্কর মালাকার। তৃণমূলে যোগদানের আগেই শঙ্কর মালাকারকে বহিষ্কার কংগ্রেসের।সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান। কংগ্রেস নয়, তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়তে সক্ষম। শাসক দলে না থেকে মানুষের কাজ করা যায় না। গতকালই মল্লিকার্জুন খাড়গেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। লড়াই করার কোনও যোগ্যতা ও দক্ষতা নেই বর্তমান প্রদেশ কংগ্রেসের। উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান।

 

 

জয়নগরকাণ্ডে ১৩জনের বিরুদ্ধে FIR, গ্রেফতার মাত্র ২, কী জানাচ্ছে পুলিশ?

 

রাতে পুলিশের সামনেই হুমকি, সকালে পিটিয়ে খুন! জয়নগরে প্রতিবাদীকে পিটিয়ে খুনে বিস্ফোরক অভিযোগ! ১৩জনের বিরুদ্ধে FIR, এখনও পর্যন্ত গ্রেফতার মাত্র ২! পুলিশ-প্রশাসনকে সব জানিয়েও কিছুই না হওয়ার অভিযোগ । ২-১জনকে গ্রেফতার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ । হামলাকারীরা তৃণমূলের, বিধায়কের দাবি উড়িয়ে পাল্টা গ্রামবাসী । 'মত্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে সরব হওয়াতেই সায়েমকে পিটিয়ে খুন' । 'সন্ধে হলেই বসত মদ-জুয়ার আসর, রেহাই পেত না মহিলারাও'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola