Anubrata Mondal : খারিজ জামিনের আবেদন, আসানসোল জেলেই পুজো কাটবে অনুব্রতর

Continues below advertisement

আসানসোল জেলেই পুজো কাটবে গরুপাচারকাণ্ডে ধৃত অনুব্রতর। খারিজ জামিনের কাতর আবেদন, ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতে কেষ্ট। "দরকার হলে বীরভূমে যাব না, কলকাতায় থাকব, রোজ হাজিরা দেব। বাড়িতে পুজো হয়, ধর্মাচরণ করতে দেওয়া হোক, জামিন দেওয়া হোক। জেলের খাবার ভাল না, খেতে পারি না, শরীর খারাপ হচ্ছে।" গরুপাচারকাণ্ডে জামিন চেয়ে অনুব্রতর আবেদন, খারিজ আদালতের। বোলপুরে ভারত সেবাশ্রমকে কোনও নোটিস দিয়েছেন ? আইওকে প্রশ্ন কেষ্টর। কেমন আছে পার্থ ? শুনানি-শেষে জানতে চাইলেন অনুব্রত : সূত্র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram