Malay Pith: আজ ইডি-র সদর দফতরে তলব করা হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে
Continues below advertisement
গরুপাচার মামলায় আজ ফের দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে। ইডি সূত্রে দাবি, স্বাধীন ট্রাস্টের কর্ণধার মলয়কে প্রথমবার জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন তদন্তকারীরা। অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী বেশ কিছু প্রশ্নের সঠিক উত্তর দেননি বলে ইডি সূত্রে দাবি। সেই কারণেই গতকালের পর আজ ফের মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। মলয় পিটের স্বাধীন ট্রাস্টের সঙ্গে অনুব্রতর আত্মীয়দের কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় এজেন্সির অনুমান, সেই টাকা মলয়ের বেসরকারি মেডিক্যাল কলেজে বিনিয়োগ হয়েছে। টাকার উত্স সম্পর্কে স্বাধীন ট্রাস্টের কর্ণধার মলয় পিটের কাছে জানতে চাইছে ইডি। খবর সূত্রের। গরুপাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ মলয়কে এর আগে সিবিআই ২ বার জিজ্ঞাসাবাদ করে।
Continues below advertisement
Tags :
West Bengal Anubrata Mondal Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ED ABP Ananda Bengali News Malay Pith