Aparajita Dasgupta : প্রকাশিত হল অপরাজিতা দাশগুপ্তর নতুন উপন্যাস 'আকাশ প্রদীপ'
Continues below advertisement
আমেরিকায় প্রবাসী পরিবারের তরুণী পুত্রবধূ হঠাৎ আবিষ্কার করেন, তাঁর দাদাশ্বশুরের একটি ডায়েরি। যার সূত্রে পাল্টে যায় তাঁর নিজের জীবনও। অপরাজিতা দাশগুপ্তর নতুন উপন্যাস, আকাশ প্রদীপে উঠে এসেছে এমনই গল্প। শনিবার প্রকাশ পেল সাহিত্যিকের এই নতুন উপন্যাস। যেখানে জায়গা পেয়েছে, দেশভাগ এবং ছিন্নমূল মানুষের জীবনসংগ্রামের কাহিনি।
দেশ-বিদেশের বিভিন্ন কলেজে ইতিহাসের অধ্যাপনা করেছেন অপরাজিতা দাশগুপ্ত। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক। ইতিমধ্যেই অপরাজিতা দাশগুপ্তর অনেক বই প্রকাশ পেয়েছে। আকাশ প্রদীপ, তাঁর পঞ্চম উপন্যাস।
Continues below advertisement