Jayanta Singh: গ্রেফতারের পরও শরীরি ভাষায় এখনও 'বেপরোয়া' জয়ন্ত সিংহ। ABP Ananda Live
ABP Ananda Live: মঞ্চে IC-র উপস্থিতিতে, জয়ন্ত সিংকে মঞ্চে সম্বর্ধনা দেওয়ার ছবি আগেই ভাইরাল হয়েছে। আর গ্রেফতারের পরও থানা চত্বরে স্বমহিমায় দেখা গেল আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্তকে। গাড়ি থেকে নামানোর সময়, পুলিশ তার হাত ধরল না। কিন্তু অবলীলায় সিভিক ভলান্টিয়ারের হাত টেনে নিল জয়ন্ত।
কে বলবে তার এবং তার গ্য়াংয়ের অত্য়াচারের ছবি ভাইরাল হওয়ার পর গোটা রাজ্য় কেঁপে গেছে! গ্রেফতারির পর ৭দিন কেটে গেলও, শরীরি ভাষায় তার লেশমাত্র নেই। আগাগোড়া 'ডোন্ট কেয়ার' মনোভাব...নিজেই পুলিশের গাড়ি থেকে নামল...কোনও পুলিশ কর্মী তাকে ধরার সাহসটুকু দেখাল না! সাংবাদিকদের প্রশ্নের মুখে যেন ঠোঁটের গোড়ায় তাচ্ছিলের হাসি! বাঁ হাত, প্যান্টের পকেটে ঢুকিয়ে ডাটের সঙ্গে এগিয়ে গেল মূল অভিযুক্ত ধৃত জয়ন্ত সিং। বৃহস্পতিবার মেডিক্যাল টেস্ট করে যখন তাঁকে বেলঘরিয়া থানায় নিয়ে আসা হচ্ছিল, তখন দেখা গেল গাড়ি থেকে নামার সময় পুলিশ তার হাত ধরেনি... বরং হাঁটতে হাঁটতে একসময় পাশের সিভিক ভলেন্টিয়ারের হাত নিজেই টেনে ধরে নিল জয়ন্ত।