Lynching Case: অবশেষে আড়িয়াদহে মা ও ছেলেকে গণপিটুনির ঘটনায়, পুলিশের জালে অন্য়তম অভিযুক্ত জয়ন্ত সিং

Continues below advertisement

ABP Ananda LIVE: অবশেষে আড়িয়াদহে (Ariadaha)মা ও ছেলেকে গণপিটুনির ঘটনায়, পুলিশের জালে অন্য়তম অভিযুক্ত জয়ন্ত সিং(jayanta singh)। পুলিশ তাঁকে গ্রেফতারের কথা বললেও, স্থানীয় সাংসদ সৌগত রায় বলছেন, তৃণমূলকর্মী জয়ন্ত আত্মসমর্পণ করেছেন।

ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত। এক সপ্তাহের মধ্য়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। গত ৬ মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। বর্ষা আসতেই ফিরেছে ডেঙ্গি। পরিস্থিতি এখনও ভয়াবহ না হলেও আতঙ্ক ছড়িয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ৭ দিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১২৯ জন। চলতি বছরে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত ১ হাজার ৩২৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গতবারের মতো এবারও ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১৭৬। দু’নম্বরে মালদা, জেলায় ১৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত ১৫৩ জন। হুগলিতে সংখ্যাটা ১৪৫ ছুঁয়েছে। কলকাতায় গত ৬ মাসে ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গতবছর ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল ১২ বছরের রেকর্ড।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram