Purba Bardhaman: BDO-র জমকালো আইবুড়ো ভাতের আসর বসল পূর্ব বর্ধমানে! ABP Ananda LIVE
ABP Ananda LIVE: থালাভরা পঞ্চব্য়ঞ্জন! মাছের মুড়ো থেকে খাসির মাংস! চাটনি, পাঁপড়, মিষ্টি থেকে কোল্ড ড্রিঙ্কস! কী নেই সেই তালিকায়! আর এই ভুরিভোজের সামনে পাঞ্জাবি ও মালা পরে দাঁড়িয়ে BDO! প্রথমে তিনি পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, তৃণমূলের ব্লক সভানেত্রীকে! পাল্টা ধান, দুর্বা দিয়ে BDO-কে আশীর্বাদ করলেন ওই তৃণমূলনেত্রী, সঙ্গে সঙ্গে বেজে উঠল শঙ্খ! BDO-র এরকমই জমকালো আইবুড়ো ভাতের আসর বসল পূর্ব বর্ধমানে!
ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত। এক সপ্তাহের মধ্য়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। গত ৬ মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। বর্ষা আসতেই ফিরেছে ডেঙ্গি। পরিস্থিতি এখনও ভয়াবহ না হলেও আতঙ্ক ছড়িয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ৭ দিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১২৯ জন। চলতি বছরে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত ১ হাজার ৩২৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গতবারের মতো এবারও ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১৭৬। দু’নম্বরে মালদা, জেলায় ১৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত ১৫৩ জন। হুগলিতে সংখ্যাটা ১৪৫ ছুঁয়েছে। কলকাতায় গত ৬ মাসে ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গতবছর ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল ১২ বছরের রেকর্ড।