Tmc: মা-ছেলেকে মারের ঘটনায় কাঠগড়ায় তৃণমূলকর্মী, এই ইস্য়ুতে, তৃণমূলের মধ্য়েই শুরু দায় ঠেলাঠেলি
ABP Ananda LIVE: আড়িয়াদহ, অশান্তি, আর জয়ন্ত সিং। এই তিনটে শব্দ অনেকদিন ধরেই একসঙ্গে চলে আসছে। মা-ছেলেকে গণপিটুনিতে মূল অভিযুক্ত, জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে আগেও মারধরের মতো অভিযোগ উঠেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চালানোর অভিযোগ ওঠে আড়িয়াদহে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায়, রাস্তায় ফেলে রড দিয়ে বেধড়ক মারধর করা হয় যুব তৃণমূল নেতাকে। সেই ঘটনাতেও অভিযুক্ত ছিলেন জয়ন্ত সিংহ নামে এই তৃণমূলকর্মী। এবার ফের কাঠগড়ায় এই তৃণমূলকর্মী। আর এই ইস্য়ুতে, তৃণমূলের মধ্য়েই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। তৃণমূলকর্মী জয়ন্ত সিং প্রসঙ্গে, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর দাবি, সৌগত রায় চেনেন। সবটাই জানেন। সৌগত রায়ের নজরে সবটাই আছে। পাল্টা সৌগত রায় বলছেন, জয়ন্তর সঙ্গে তাঁর কোনও ঘনিষ্ঠতা নেই
বউবাজার, সল্টলেকের পর এবার NRS হাসপাতাল চত্বর! ফের খাস কলকাতায় স্রেফ মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর। কখনও জুতো দিয়ে, তো কখনও মারা হল বেল্ট দিয়ে। বেশ কিছুক্ষণ পর আক্রান্তকে উদ্ধার করে মুচিপাড়া থানায় নিয়ে যায় ট্রাফিক পুলিশ।
হকার-সমস্য়ার সমাধানে, মঙ্গলবার লিন্ডসে স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় সমীক্ষা চালাল কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ। সতর্ক করে দেওয়া হল রাস্তা বা ফুটপাত দখল করে থাকা হকারদের। হকার সমস্য়া নিয়ে এদিনই হিডকোতে বৈঠক করেন নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।