Arindam Shil: হেনস্থার অভিযোগে সাসপেনশনের পর কী বলছেন অরিন্দম শীল? ABP Ananda Live
অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেনশন বহাল রাখার সিদ্ধান্ত।
অরিন্দম শীল বলেন, 'আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার গিল্ড একবারও আমার সঙ্গে কথা বলেনি। কিছু জানতে চায়নি। ওরা একটি চিঠি পেয়েছে আমার সই করা চিঠি মহিলা কমিশনকে। তারপর আমায় কোনও প্রশ্ন না করে, জবাব না চেয়ে এই মেল পাঠিয়ে দেওয়া হয়। আমি কাজের ব্যাপারে প্যাশনেট। ওটা একটা শট ছিল, সেটাই করেছি। আমি জিজ্ঞেস করেছি কোনও অসুবিধা নেই তো...ও বলল নেই...আমি শট বুঝিয়ে দেওয়ার পরে সেই শটে যাওয়ার আগে ওর সঙ্গে সাধারণভাবে কথা হচ্ছে সেই ভিডিও আছে। পরে শুনলাম এমন অভিযোগ হয়েছে। মহিলা কমিশনকে আমি সব কথা বলেছি। আমি বলেছি আমার অনিচ্ছাকৃত কোনও কাজের জন্য যদি ওর খারাপ লাগে তার জন্য দুঃখিত। আমার মহিলা কমিশন থেকে বলা হল অভিনেত্রী চাইলেন অনিচ্ছাকৃত কথাটা তুলে দিতে হবে এবং দুঃখিতর বদলে ভুল হয়েছে লিখতে হবে।' ওই চিঠিটা পাবলিশ করে দেওয়া হল।