Arjun Singh: পাটশিল্পকে পরিকল্পনা করে ধ্বংস করতে চাইছেন জুট কমিশনার, অভিযোগ অর্জুন সিংহের। Bangla News
Continues below advertisement
মোদি (Narendra Modi) সরকারের বিরুদ্ধে কাঁচা পাটের দাম নিয়ে সরব অর্জুন সিংহ (Arjun Singh)। "জুট কর্পোরেশনের দুর্নীতির কারণেই পাটশিল্প ধ্বংসের মুখে। ১৩ ডিসেম্বর আমি ও লকেট (Locket Chatterjee) জুট কর্পোরেশনের সঙ্গে বৈঠক করেছি। সরকারি বৈঠকের মিনিটস কেন প্রকাশ করা হচ্ছে না? প্রত্যেক টনে আড়াই হাজার টাকা ক্ষতি করে কতদিন চলবে জুটমিল? ইতিমধ্যেই ১৪টি কারখানা বন্ধ হয়েছে, আরও ১০টি বন্ধ হবে।’’ তাঁর অভিযোগ, “ধারাবাহিক ভাবে পাটশিল্পকে ধ্বংস করার চেষ্টা চলছে। জুট কর্পোরেশনের কর্তা মলয় চক্রবর্তী প্লাস্টিক লবিকে ঢোকানোর চেষ্টা করছেন। ব্যারাকপুরে এখন মাত্র ১৭টি জুটমিল চালু আছে।"
Continues below advertisement
Tags :
BJP Narendra Modi Central Government ??? Arjun Singh ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Jute Mill এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বিজেপি মুখ্যমন্ত্রী অর্জুন সিংহ পাটশিল্প Central Governmet জুট মিল