Arjun Singh: প্রত্যেক টনে আড়াই হাজার টাকা ক্ষতি করে কতদিন চলবে জুটমিল? সরব অর্জুন সিংহ। Bangla News
‘১৩ ডিসেম্বর আমি ও লকেট জুট কর্পোরেশনের সঙ্গে বৈঠক করেছি। সরকারি বৈঠকের মিনিটস কেন প্রকাশ করা হচ্ছে না? প্রত্যেক টনে আড়াই হাজার টাকা ক্ষতি করে কতদিন চলবে জুটমিল? ইতিমধ্যেই ১৪টি কারখানা বন্ধ হয়েছে, আরও ১০টি বন্ধ হবে। জুট কর্পোরেশনের দুর্নীতির কারণেই পাটশিল্প ধ্বংসের মুখে। জুট কর্পোরেশনের কর্তা মলয় চক্রবর্তী প্লাস্টিক লবিকে ঢোকানোর চেষ্টা করছেন। ধারাবাহিকভাবে পাটশিল্পকে ধ্বংস করার চেষ্টা চলছে। ব্যারাকপুরে এখন মাত্র ১৭টি জুটমিল চালু আছে। এই দুর্নীতি খুঁজতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করা হোক। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে অনুরোধ করছি, সিদ্ধান্ত প্রত্যাহার করুন। প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়ে অনুরোধ করেছি। বর্তমান জুট কমিশনার মলয় চক্রবর্তী প্লাস্টিক লবির কাছের লোক। বর্তমান জুট কমিশনার দুর্নীতিগ্রস্ত। দ্রুত প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন, কারণ ২ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। বাংলা, ওড়িশা, অসম, বিহারের মুখ্যমন্ত্রীর সরব হওয়া দরকার। বাংলার মুখ্যমন্ত্রী ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা করুন। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আমায় সমর্থন করেছেন। তৃণমূল ও বাম শ্রমিক সংগঠনও আমায় সমর্থন করেছেন। দু-একদিনের মধ্যে জুট কমিশনারের অফিসে ধর্না দেব। আমি দলের বিরুদ্ধে কাজ করছি না। যদি আমার সঙ্গে কেউ না আসে, একলা চলব। আজই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি লিখব’, বললেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ।