Arjun Singh:অনেকে জীবনের ঝুঁকি নিয়ে বিজেপিতে এসেও কাজ করতে পারছেন না: অর্জুন সিং।Bangla News
রাজনীতির কোনও শেষ নেই, কোনও শুরুও নেই। চলতেই থাকে। কেন্দ্রীয় সরকার কাচা পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিলেও, দলবদলের জল্পনা জিইয়ে রাখলেন অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপি সাংসদের মন্তব্য, অনেকে জীবনের ঝুঁকি নিয়ে বিজেপিতে এসেছেন। কিন্তু কাজ করতে পারছেন না। রোজ ২০ থেকে ৫০ জন সংগঠন ছাড়ছেন। যদিও রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, অর্জুন সিং বিজেপিতেই থাকবেন। কেন্দ্র যেভাবে একের পর এক পদক্ষেপ করছে, তাতে বিজেপির অনেকেই কেন্দ্রের বিরুদ্ধে যাবেন। মন্তব্য রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার। যদিও কাঁচা পাটের দাম নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অর্জুন সিং ও বেচারাম মান্না। বৃহস্পতিবার জুট কমিশনার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, কাঁচা পাটের যোগান এবং বাজারের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পর, গত ৩০ সেপ্টেম্বরের নোটিস অনুযায়ী ২০২১-২২ অর্থবর্ষে কাঁচা পাটের দামের যে সীমা ঘোষণা করা হয়েছিল, চলতি বছরের ২০ মে থেকে তা প্রত্যাহার করা হচ্ছে।