Local Train: লাইন সম্প্রসারণের কাজের জন্যে আগামী ২৮ ও ২৯ মে বন্ধ ব্যান্ডেল ও মগরার ট্রেন ।Bangla News
দু’ দিন পুরোপুরি বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। ব্যান্ডেল-শক্তিগড় শাখায়, থার্ড লাইন সম্প্রসারণের কাজ হচ্ছে।তার জেরে ২৭ মে দুপুর ৩টে থেকে ৩০ মে দুপুর ৩টে পর্যন্ত, ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে। এর ফলে ২৮ ও ২৯ মে ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ থাকবে। বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য হাওড়া থেকে চুঁচুড়া শাখায় চলবে বেশ কিছু স্পেশাল ট্রেন।
পূর্ব রেল সূত্রে খবর, বাতিল করা হয়েছে বিশ্বভারতী প্যাসেঞ্জার, আসানসোল-শিয়ালদা এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস-সহ ব্যান্ডেল স্টেশন দিয়ে যাওয়া একাধিক ট্রেন।
Tags :
ABP Ananda Local Train ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Eastern Railway এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bandel Station Mogra Station এবিপি আনন্দ