Arjun Singh: 'আমাদের দুর্ভাগ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়', মমতাকে পাল্টা নিশানা অর্জুনের
ABP Ananda LIVE: ২১-এর ঘটনা, অর্জুন সেই সময় সাংসদ ছিল, আড়িয়াদহকাণ্ডে এবার অর্জুন সিংহকে নিশানা মমতার। মুখ্যমন্ত্রী জানেন না কামারহাটি কোন লোকসভা কেন্দ্রের আওতায়, খোঁচা অর্জুনের। আড়িয়াদহর জয়ন্ত থেকে চোপড়ার জেসিবি। রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ফুটেজ তুলে দিয়ে অমিত শাহকে নালিশ শুভেন্দুর। ভোট পরবর্তী হিংসা নিয়েও রিপোর্ট।
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় অর্জুন সিংহ । '২০২১-এর ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছে' । 'অথচ সেই সময় ওই এলাকায় সাংসদ ছিলেন অর্জুন সিংহ' । মুম্বই যাওয়ার আগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে নিশানা মুখ্যমন্ত্রীর
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিজের ঘরে ঢুকতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়লেন রাজ্যপাল মনোনীত উপাচার্য ও রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে যোগ দিতে আসেন রেজিস্ট্রার সুজিত চৌধুরী। তাঁকে গাড়ি-বারান্দাতেই আটকে দেওয়া হয়। তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র । পরিষদ, তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা ও তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠন। বিক্ষোভের মুখে ফিরে যান রেজিস্ট্রার। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের মেন গেটে তালা লাগিয়ে দেওয়ায় ফিরে যান উপাচার্য গৌতম চন্দ্রও। এর আগেও বাধা দেওয়া হয়েছে বলে উপাচার্যর দাবি। ওয়েবকুপার বক্তব্য, অন্তর্বর্তী উপাচার্য এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকতে পারেন না, সেই কারণেই বাধা দেওয়া হয়েছে।