Arms Recovery : ফারুককে অস্ত্রের যোগান দিত কে ? কার্তুজকাণ্ডে ধৃতের রিপোর্টে চাঞ্চল্য
ABP Ananda LIVE : কার্তুজ কাণ্ডে গ্রেফতার আরও ১। গ্রেফতার বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিক। ধৃতের কাছ থেকে উদ্ধার ডবল ব্যারেল বন্দুক। জীবনতলায় ১৯০ রাউন্ড গুলি উদ্ধার, ধৃত বে়ড়ে ৫। 'ধৃত জীবনতলার বাসিন্দা হাজি রশিদ মোল্লার থেকে অস্ত্র কিনেছিল ফারুক'। ডবল ব্যারেল বন্দুক কি বিবাদী বাগের দোকানের? খতিয়ে দেখছে STF।
Maha Kumbh Rush Leads to Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? মহাকুম্ভ যেতে হুড়োহুড়ি পড়ে যায় দিল্লিতে, পদপিষ্ট হয়ে মৃত্যু বেড়ে ১৮
শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনেও ভিড় থিকথিক করছিল। ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজগামী ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছিলেন কাতারে কাতারে মানুষ। ১৪ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস এসে দাঁড়ায়। ১৫ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস। ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস দেরিতে চলছিল। প্রয়াগরাজগামী দু'টি ট্রেনে উঠতে হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন। শুধু ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মেই নয়, ১২ এবং ১৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েও অপেক্ষা করছিলেন বহু মানুষ। রেল সূত্রে খবর, ১৫০০ জেনারেল টিকিট বিক্রি হয়েছিল।
সেই অবস্থায় রাত ৯টা নাগাদ পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি করতে দেখা যায় হাজার হাজার মানুষকে। শিশুদের কাঁধে বসিয়ে ছোটাছুটি করছিলেন কেউ কেউ। কেউ কেউ আবার মাথায় মালপত্র নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। ট্রেনের দরজায় ঝুলতে দেখা যায় মানুষজনকে। মূলত ১৪ নম্বর প্ল্যাটফর্ম এবং ১ নম্বর প্ল্যাফর্মের এসক্যালেটরের কাছে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটে যায় অঘটন। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, "ভিড় সামাল দেওয়ার জন্য কেউ ছিল না। ১২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা ছিল। হঠাৎ ঘোষণা হয়, ১২-র পরিবর্তে ১৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। ব্যাস সঙ্গে সঙ্গে দু'দিক থেকে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।" আর এক প্রত্যক্ষদর্শী জানান, স্টেশনে রেল পুলিশ বা এমনি পুলিশ, কেউ ছিল না। ভিড় উপচে পড়ছিল। বহু মানুষ আহত হয়েছেন।