
Kultali Arms Recovered : ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার। জীবনতলার পর এবার কুলতলির দেউলবাড়ি
ABP Ananda LIVE : ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার। জীবনতলার পর এবার কুলতলির দেউলবাড়ি। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র। মহাদেব তাঁতি ও আবুসোনা মোল্লা নামে ধৃত কুলতলির ২ বাসিন্দা। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ধৃতরা, পুলিশ সূত্রে খবর।
Maha Kumbh Rush Leads to Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? মহাকুম্ভ যেতে হুড়োহুড়ি পড়ে যায় দিল্লিতে, পদপিষ্ট হয়ে মৃত্যু বেড়ে ১৮
মেলাপ্রাঙ্গনে পদপিষ্ট হয়ে ৩৩ জনের মৃত্যুর পর একমাসও কাটেনি। ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। নয়াদিল্লি রেল স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ১৮ জনের। মৃতদের মধ্যে ১১ জন মহিলা, চার শিশু। মহাকুম্ভে যাওয়ার হিড়িকে হুড়োহুড়ি পড়ে যায় স্টেশনে, আর তার জেরেই এতজনের প্রাণ যায় বলে জানা গিয়েছে। নয়াদিল্লি স্টেশনেই মৃত্যু হয় ১০ মহিলা, দুই পুরুষ এবং তিন শিশুর। বাকি তিনজনের মৃত্যু হয় লেডি হার্ডিং হাসপাতালে। প্রথমে পদপিষ্ট হওয়ার ঘটনাই অস্বীকার করে রেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু ঘটনাস্থল থেকে যে দৃশ্য সামনে আসে, যে বর্ণনা দিতে শুরু করেন পুণ্যার্থীরা, তাতে শেষ পর্যন্ত ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়।
গত ২৯ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা প্রাঙ্গনে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়। সরকারি ভাবে হতাহতের সংখ্য়া ৩৩ বলে জানানো হলেও, সংখ্যাটা আরও বেশি বলে দাবি সামনে এসেছে। কিন্তু তার পরও কুম্ভমেলাকে ঘিরে হুড়োহুড়ি থামেনি। গত কয়েক দিনে উত্তরপ্রদেশ, বিহার থেকে এমন একাধিক ঘটনা সামনে এসেছে, যেখানে প্রয়াগরাজগামী ট্রেনে ওঠা নিয়ে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি দেখা গিয়েছে। এমনকি ট্রেনের জানলা ভেঙেও ভিতরে ঢোকার চেষ্টা করেন কেউ কেউ।