ABP News

Arnab Dam: অবশেষে কাটল জট, সোমবারই সম্ভবত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম।

Continues below advertisement

 Burdwan University: ভর্তি বিতর্কে অবশেষে কাটল জট। সোমবারই সম্ভবত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। আগামী ১৫ জুলাই, সোমবার দুপুর ৩টে থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাউন্সেলিং শুরু হচ্ছে। ইতিহাসে পিএইচডি করার কথা অর্ণবের। ইতিহাসে পিএইডি-র পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি। তাঁর ভর্তি নিয়ে টানাপোড়েন চলছিল গত কয়েক দিন ধরেই। (Arnab Dam)

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে পিএইচডি-র কাউন্সেলিং নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মেধা তালিকা অনুযায়ীই ভর্তির কাউন্সেলিং হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কাদম্বিনী গাঙ্গুলি মেমোরিয়াল হলে কাউন্সেলিং হবে। মেধাতালিকায় নাম থাকা সকল প্রার্থীকে নির্ধারিত সময়ে পৌঁছে যেতে বলা হয়েছে। (Arnab Dam PHD Admission)

এর আগে, গত ৯ জুলাই ভর্তির কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু একদিন আগে বিজ্ঞপ্তি জারি করে কাউন্সেলিং স্থগিত করার কথা জানানো হয়। ইতিহাসে পিএইডি-র পরীক্ষায় প্রথম হওয়া অর্ণবের ভর্তি আটকাতেই এমন সিদ্ধান্ত কি না প্রশ্ন ওঠে, মাথাচাড়া দেয় বিতর্ক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram