Naushad Siddiqui: সন্দেশখালি যাওয়ার আগেই গ্রেফতার, 'কীসের ভয় পাচ্ছেন মমতা', প্রশ্ন নৌশাদের
Continues below advertisement
ফের সন্দেশখালিতে (Sandeshkhali) যেতে বিরোধীদের বাধা। ৬২ কিলোমিটার দূরে সায়েন্স সিটির কাছে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) গ্রেফতার করল পুলিশ (Police)। কেন গ্রেফতার করা হল, এই প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান ISF বিধায়ক। মনে হচ্ছে ওদের মাইনেও তৃণমূলের (TMC) থেকে হয়। চাটুকারিতা করছে পুলিশ। কীসের ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী? বাংলায় স্বৈরতন্ত্র চলছে। ১৪৪ ধারা লঙ্ঘনের যুক্তি দেখিয়ে নৌশাদকে আটকানো হলেও, পরে পুলিশ জানায়, CRPC-র ১৫১ ধারায় গন্ডগোলের আশঙ্কায় গ্রেফতার করা হয়েছে।
Continues below advertisement
Tags :
Naushad Siddiqui SandeshKhali News Naushad Siddiqui Arrested Naushad Arrested Naushad On Sandeshkhali