7tay Bangla: মেধা তালিকা প্রকাশ্যে আসতেই ববিতা সরকারের চাকরি ঘিরে নতুন বিতর্ক। Bangla News
Continues below advertisement
মেধা তালিকা প্রকাশ্যে আসতেই ববিতা সরকারের চাকরি ঘিরে নতুন বিতর্ক। নিয়োগ-দুর্নীতির মধ্যেই এবার ববিতা সরকারের নম্বর-বিতর্ক। কমিশনের ভুলে ২ নম্বর বেশি পেয়ে চাকরি পেয়েছেন ববিতা?। প্রাক্তন মন্ত্রী পরেশ-কন্যা অঙ্কিতার জায়গায় আদালতের নির্দেশে চাকরি পান ববিতা। সোশাল মিডিয়ায় ভাইরাল ববিতার অ্যাকাডেমিক স্কোর ও মেরিট লিস্ট। এসএসসি-র মেরিট লিস্টে ববিতার প্রাপ্ত নম্বর ৭৭। লিখিত পরীক্ষায় ববিতার প্রাপ্ত নম্বর ৩৬। অ্যাকাডেমিক স্কোর ৩৩, মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮। কিন্তু অ্যাকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি পেয়েছেন বলে নিজেই দাবি করেন ববিতা। 'চাকরি পাওয়ার পর নম্বর জানতে পেরেছি'। বিতর্কের মুখে দাবি ববিতা সরকারের। প্রয়োজনে এই বিষয়ে খোঁজ নেব, জানাল এসএসসি। 'চাকরির দাবি করিনি, বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছি'। বিতর্কের মুখে দাবি ববিতা সরকারের
Continues below advertisement
Tags :
Merit List Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Babita Sarkar