Jalpaiguri News: তালাবন্ধ IMA অফিস! বাইরে দাঁড়িয়েই বৈঠক চিকিৎসকদের। ABP Ananda Live
IMA-র জলপাইগুড়ি শাখার অফিসে বৈঠক ডেকেও বাইরে দাঁড়িয়ে বৈঠক করতে হল প্রায় ১০০ জন চিকিৎসক এবং সদস্য়দের। অন্ধকারে দাঁড়িয়েই করতে হল বৈঠক। অভিযোগ, 'উত্তরবঙ্গ লবি'র বিরুদ্ধে সরব, এবং এই লবির অংশ বলে পরিচিত সুশান্ত রায়কে সাসপেন্ডের পাশাপাশি IMA-র জলপাইগুড়ি শাখাকে ভেঙে দেওয়ার আবেদন জানানোর জন্য়ই এমন ভোগান্তির শিকার হতে হয়েছে তাঁদের। পাল্টা এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য় ফোন করা হলে ফোন তোলেননি সুশান্ত রায়।
উত্তরবঙ্গ লবির অংশ বলে পরিচিত সুশান্ত রায়ের বিরোধিতায় সরব হয়েছেন বলেই কি ঢুকতে পারলেন না অফিসে? IMA-র জলপাইগুড়ি জেলা শাখার অফিস তাই কি তালাবন্ধ রাখা হল প্রতিবাদী চিকিৎসকদের জন্য়? মঙ্গলবারের ঘটনার পর উঠছে এই সব প্রশ্ন। আর সেই বাধার মুখে পড়ে, তালাবন্ধ অফিসের বাইরে দাঁড়িয়ে বৈঠক করতে হল প্রায় ১০০ জন চিকিৎসককে।
Tags :
CBI Kolkata News Rg Kar Hospital Sandip Ghosh Rg Kar Incident Rg Kar Protest Rg Kar News Kolkata Lady Doctor Death