Asansol Municipal Poll Result 2022: আসানসোলে আজ ২টি ধাপে ২২ রাউন্ড ভোট গণনা | Bangla News

Continues below advertisement

আজ চার পুরসভার ভোটের ফল ঘোষণা। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি - এই চার পুরসভার ২২৬টি ওয়ার্ডের জন্য সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। ভাগ্য নির্ধারণ হবে চার পুরসভার সাড়ে ন’শো প্রার্থীর। প্রথমে ED বা ইলেকশন ডিউটি ভোট অর্থাৎ ভোটকর্মীদের ভোট গণনা হবে। তারপর শুরু হবে ইভিএম গণনা। ১০৬টি ওয়ার্ড বিশিষ্ট রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা আসানসোলে (Asansol) ২টি ধাপে ২২ রাউন্ড গণনা হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram