Dilip Ghosh: অসমের নর্থ কাছাড় হিল কাউন্সিলের ভোটে বিজেপির জয়! কী প্রতিক্রিয়া দিলীপ ঘোষের? ABP Ananda Live

Continues below advertisement

BJP: অসমের (Assam) নর্থ কাছাড় হিল কাউন্সিলের ভোটে বিজেপির (BJP) জয় জয়কার। অসমে হিল কাউন্সিলের ৩০ আসনের মধ্যে ২৫টিতেই জয় বিজেপির, কংগ্রেসকে (congress) খোঁচা দিয়ে পোস্ট অভিষেকের (Abhishek Banerjee)। 'প্রথমবার ভোটে লড়েই কংগ্রেসের চেয়ে বেশি ভোট পেয়েছে তৃণমূল'। ভোট শতাংশের নিরিখে কংগ্রেসকে ছাপিয়ে যাওয়ার পরই খোঁচা অভিষেকের। 'কেউ বাংলায় আসন রফা নিয়ে তাঁদের আশা-আকাঙ্খার কথা বলতেই পারেন'। 'যদিও নিজেদের গড়েই তাঁরা জমি ধরে রাখতে পারেন না'। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের আসনরফা নিয়ে আলোচনার মধ্যেই কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরনর্থ কাছাড় হিল কাউন্সিলের ভোটে বিজেপি লড়েছে ২২টিতে, জিতেছে ১৯টি আসনে। ৬টি আসনে জয়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ৩০টির মধ্যে বিজেপির দখলে ২৫টি আসন। ৩টিতে জয়ী নির্দল, ২টি আসন মনোনীত। কংগ্রেস ২২টি আসনে লড়ে ঝুলি শূন্য, ভোটপ্রাপ্তির হার ৮.৮৭ শতাংশ। ১১টি আসনে লড়ে তৃণমূলের ভোটপ্রাপ্তি ১২.৪০ শতাংশ। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram