Assembly Election 2022: 'মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা', ৫ রাজ্যের ভোট নিয়ে প্রতিক্রিয়া ড. কাজলকৃষ্ণ বণিকের | Bangla News

Continues below advertisement

আজ গোয়া, পঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (CEC Sushil Chandra)। ৫ রাজ্যের ভোট হবে ৭ দফায়। ৫ রাজ্যের ভোট গণনা ১০ মার্চ। কোভিড-কালে এই নির্ঘণ্ট প্রসঙ্গে চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক (Dr Kajal Krishna Banik) বলেন, "আমি বুঝি না এত তাড়াহুড়ো কীসের। নির্বাচন সাংবিধানিক রীতি ঠিক আছে কিন্তু তা মানুষের প্রাণের বিনিময়ে নয়। মানুষ মেরে নির্বাচন কখনই নয়। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের মতো বিশাল জনবহুল দেশে সংক্রমিতের সংখ্যা সর্বোচ্চ হবে। আমার মনে হয় নির্বাচন কমিশনের এই ঘোষণা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মানুষ না বাঁচলে কে ভোট দেবেন?"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram