Private Bus: উধাও হয়ে যাবে অন্তত ২ হাজার বেসরকারি বাস ! চরমে উঠতে চলেছে যাত্রীদের দুর্ভোগ ?

Continues below advertisement

ABP Ananda LIVE: আগামী ২-৩ মাসের মধ্যে শহরের রাস্তা থেকে উধাও হয়ে যাবে অন্তত ২ হাজার বেসরকারি বাস। কারণ, আদালতের নির্দেশ, ১৫ বছরের পুরনো বাস বাতিল করতে হবে। ফলে চরমে উঠতে চলেছে যাত্রীদের দুর্ভোগ। পরিবহণ দফতরের আশঙ্কা, পুরনো বাস বসে গেলে শুধু যে পরিষেবায় প্রভাব পড়বে তাই নয়, কোনও কোনও রুট বাস শূন্য হয়ে যাবে।

কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য খাতে ব্যবহার করছে রাজ্য সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে চিঠি দিয়ে এই অভিযোগই জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 
বাংলাকে আরও বঞ্চিত করে উন্নয়ন বন্ধের চক্রান্ত করছে। যত এরকম করবে, তত আসন কমবে বিজেপির। পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের।

সৌগত রায়ের পর জয়ন্ত সিংহকে জেল থেকে ছাড়ানোর জন্য এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রকে হুমকি ফোন করার অভিযোগ উঠল। গুলি করার হুমকি দিয়ে তাঁকে মাঝরাতে ফোন করা হয় বলে দাবি মদন মিত্রের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram