Atin Ghosh: অতীন ঘোষের সঙ্গে দুর্নীতিতে অভিযুক্ত চন্দন লৌহের যোগের অভিযোগ
ABP Ananda LIVE: আর জি কর মেডিক্য়ালে দুর্নীতির তদন্তে এবার তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বয়ান রেকর্ড করল CBI...এই দুর্নীতির অভিযোগ যখন, তখন আর জি কর হাসপাতালের রোগী কল্য়াণ সমিতির সদস্য় ছিলেন অতীন ঘোষ। গতবছর এই অগাস্ট মাসেই আর জি কর মেডিক্য়ালে দুর্নীতির তদন্তে চন্দন লৌহ নামে এক ব্যক্তির টালার ফ্ল্যাটে অভিযান চালায় CBI...আর জি কর হাসপাতাল চত্বরে চন্দন লৌহ নামে এই ব্যক্তির স্ত্রীর নামে একটি কফি স্টল ছিল। সেই সময় অতীন ঘোষের সঙ্গে চন্দন লৌহর বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছিল। দেখা যায় চন্দন লৌহর ফ্ল্য়াটের নীচে রয়েছে তৃণমূল বিধায়ক অতীন ঘোষের জন সংযোগ কার্যালয়। গত বছর অগাস্টে এই ছবি সামনে আসার পর কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল বিধায়ক ও কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ।