RG Kar News: আর জি কর দুর্নীতিকাণ্ডে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে CBI

ABP Ananda LIVE: আর জি কর-দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে পৌঁছে গেলেন CBI-এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। প্রায় ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়রকে। CBI সূত্রে খবর, আর্থিক দুর্নীতির অভিযোগে ধৃত আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ভূমিকা কী ছিল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই সময় স্থানীয় বিধায়ক হওয়ার সূত্রে আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন অতীন ঘোষ। সেই সূত্রেই একগুচ্ছ প্রশ্ন করা হয় বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। এর আগে, এই একই মামলায় গত শনিবার শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও যান CBI আধিকারিকরা। আজ ডেপুটি মেয়রকে CBI আধিকারিকদের জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নাম না করে বিজেপিকে নিশানা করে বলেছেন,  যত ভোট আসবে, তত ED, CBI- এর উপরে ভরসা করবে ওরা। পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কটাক্ষ হেনেছেন, মধু খেলে জবাব তো দিতেই হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola