Dabit Card: এটিএমে সাইবার ম্যালওয়্যার, ঝুঁকির মুখে ৩২ লক্ষ ডেবিট কার্ড | ABP Ananda LIVE

Continues below advertisement

Dabit Card: টিএমে (ATM) সাইবার ম্যালওয়্যার (cyber malware), ঝুঁকির মুখে ৩২ লক্ষ ডেবিট কার্ড। দেশজুড়ে তুলে নেওয়া হচ্ছে ৩২ লক্ষ ডেবিট কার্ড। হ্যাকারদের (Hackers) হাতে চলে গিয়েছে ৩২ লক্ষ ডেবিট কার্ডের তথ্য। তালিকায় এসবিআই, এইচডিএফসি থেকে আইসিআইসিআই, ইয়েস ব্যাঙ্কের ডেবিট কার্ড। তালিকায় রয়েছে আইডিবিআই, সেন্ট্রাল ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্কের ডেবিট কার্ডও। ১৯টি ব্যাঙ্কের ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে টাকা তোলার অভিযোগ । চিন, আমেরিকায় বসে ভারতের বিভিন্ন ব্যাঙ্কের ডেবিট কার্ড থেকে টাকা তোলার অভিযোগ। নিরাপত্তার খাতিরে ব্লক করে দেওয়া হয়েছে বেশ কিছু ডেবিট কার্ড। অবিলম্বে গ্রাহকদের ডেবিট কার্ডের পিন বদলের পরামর্শ ব্যাঙ্কগুলির। আতঙ্কিত না হয়ে ব্যাঙ্ক গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ ব্যাঙ্কগুলির '। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram