Sitalkuchi: শীতলকুচিতে বিজেপি নেত্রীর বাড়িতে 'বোমাবাজি', আতঙ্কে অসুস্থ ২ মেয়ে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : শীতলকুচিতে বিজেপি নেত্রীর বাড়িতে 'বোমাবাজি', আতঙ্কে অসুস্থ ২ মেয়ে । তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ । বোমার আওয়াজে অসুস্থ ২ মেয়ে, কান্নায় ভাঙলেন বিজেপি নেত্রী । তৃণমূলের বিজয় মিছিল থেকে 'বোমাবাজি', অসুস্থ বিজেপি নেত্রীর ২ মেয়ে । বিজেপি করায় বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । হামলা, বোমাবাজির অভিযোগ অস্বীকার তৃণমূলের
বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলছিল। সেখানে কেন্দ্রের আপত্তি খারিজ হয়ে যায়। আদালত জানায়, রাজ্যের যুক্তির যথেষ্ট বৈধতা রয়েছে। আদালত জানিয়েছে, ২০১৮ সালে রাজ্য সরকার যেখানে সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করেছিল, সেক্ষেত্রে রাজ্যের অনুমতি ছাড়া সেখানে গিয়ে এফআইআর দায়েরের অনুমতি নেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কেন্দ্রীয় সরকারই সিবিআই-কে পরিচালনা করছে বলে শীর্ষ আদালতে অভিযোগ জানায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্র সিবিআই-কে নিয়ন্ত্রণ করে না।