Post Poll Violence: ভোট মিটতেই বিজেপির বুথ সভাপতির উপর হামলা, মাথা ফাটল বুথ সভাপতির | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: যাদবপুরেও ভোট পরবর্তী সন্ত্রাস । খেয়াদহে ভোট মিটতেই বিজেপির বুথ সভাপতির উপর হামলা । মাথা ফাটল বিজেপির বুথ সভাপতির । হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বিজেপি নেতার দাদাকেও মারধরের অভিযোগ । পাল্টা তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর বিজেপির

২০১৯ সালে ২০১৪-র থেকেও বেশি সংখ্যা নিয়ে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায় এনডিএ। ১৯৮৪-র পর এই প্রথম কোনও দল পরপর দু’বার একার জোরে ম্যাজিক ফিগার টপকায়। লোকসভা ভোটের ফলে দেশের রঙ হয়ে ওঠে গেরুয়া। ২০১৪-য় মোদি ঝড়, ২০১৯-এ মোদি-সুনামিতে ম্লান হয়ে যায় বিরোধীরা। মোদি ম্যাজিকের ওপর ভর করে ১৯৮৪-র পর ২০১৯ এ প্রথম কোনও দল টানা দ্বিতীয়বার লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তার আগে এই সাফল্যের রেকর্ড ছিল কংগ্রেসের। 

২০১৯ এ মোদি ঝড়ে ওলোটপালোট হয়ে যায়  এ রাজ্যের সমীকরণও। বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূলের প্রাপ্ত আসন ৩৪ থেকে নেমে আসে ২২-এ। অন্যদিকে বিজেপির আসন ২ থেকে এক ধাক্কায় ৯ গুণ বেড়ে হয় ১৮।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram