WB News: আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা
ABP Ananda Live: আবাস যোজনায় বঞ্চনার অভিযোগে কোচবিহারের তুফানগঞ্জে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। প্রায় দেড়ঘণ্টা বন্ধ থাকল চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস। অভিযোগ, এই পঞ্চায়েতের ৮১ ও ৮২ নম্বর বুথের বাসিন্দারা আবাস যোজনায় ঘর পাননি। কেন বঞ্চিত করা হচ্ছে, এই প্রশ্ন তুলে আজ সকালে পঞ্চায়েত অফিসে তালা মেরে দেন গ্রামবাসীরা। প্রধানকে নিয়ে জয়েন্ট বিডিও হাজির হন পঞ্চায়েত অফিসে। প্রশাসনের আশ্বাসে পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন গ্রামবাসীরা।
আরও খবর, বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, "প্রথমত এটা রাজ্যের বিষয় নয়। দেশের বিষয়। আন্তর্জাতিক বিষয়। আন্তর্জাতিক বিষয় হলে কেন্দ্রীয় সরকারের বিষয় যেহেতু, মানুষ কেন্দ্রীয় সরকারকে জনাদেশ দিয়েছে। আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি। যে কোনও আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু, যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। আমি এতটুকু বলতে পারি।"