Awas Yojana Scam : আবাস দুর্নীতির অনুসন্ধানে দ্বিতীয় দফায় আরও ৫ কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে বাংলায়
আবাস দুর্নীতির অনুসন্ধানে দ্বিতীয় দফায় আরও ৫ কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে বাংলায়। সেই ৫টি দল অনুসন্ধান চালাবে রাজ্যের ১০টি জেলায়। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এর আগে গ্রামোন্নয়ন মন্ত্রকের দুটি দল পূর্ব মেদিনীপুর এবং মালদায় আবাস দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখেছিল। এবারও কেন্দ্রের যে ৫টি দল বাংলায় আসছে, তারা ফের যাবে পূর্ব মেদিনীপুর এবং মালদায়। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে।
গ্রামোন্নয়ন মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় অনুসন্ধানকারী দলকে সর্বতোভাবে যেন সহযোগিতা করে রাজ্য প্রশাসন। কিছুদিন আগে আবাস দুর্নীতি-তরজার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, ফের কেন্দ্রীয় দল আসবে বাংলায়। যাবে ১৫টি জেলায়।