Awas Yojna: প্রতিশ্রুতি দেওয়া হলেও মেলেনি বাড়ি, বারবার আবেদন করেও তালিকায় নাম নেই নদিয়ার বাসিন্দাদের | ABP Ananda LIVE
ABP Ananda Live: 'হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙিতে ২০০ পরিবারের বাস, আবাসে নাম নেই কারও'। ''বিডিও অফিসে আবেদন সত্ত্বেও নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়'। অভিযোগ হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙি গ্রামের বাসিন্দাদের। ২০১৭-১৮ সালে তৈরি তালিকায় ধুমসাডাঙি গ্রামের কারও নাম নেই, স্বীকার বিডিও-র। অনেকে আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু নতুন করে তালিকায় নাম ঢোকানো সম্ভব নয়।
আরও খবর..
রেল যাত্রীদের জন্য় সুখবর। হাওড়া থেকে বাঁকুড়া যেতে লাগবে এবার আরও কম সময়। রেল সূত্রে খবর, এবার থেকে হাওড়া থেকেই এক ট্রেনে মশাগ্রাম হয়ে যাওয়া যাবে বাঁকুড়া। রেল সূত্রে খবর,পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশনের ভূমিকা পালন করবে মশাগ্রাম স্টেশন।সেখানেই শুরু হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের কাজ।
আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু। বেসরকারি লজে উদ্ধার অ্যানাস্থেশিষ্ট দীপ্র ভট্টাচার্যের দেহ। দেহের পাশে উদ্ধার সিরিঞ্জ, ওষুধ। মৃত্যুর আগে স্ত্রীকে পাঠানো মেসেজে মানসিক টানাপোড়েন, ডাক্তারদের গ্রুপে থ্রেট কালচারের উল্লেখ। স্বজনপোষণে বিশ্বাসীরা সন্দীপ ঘোষের থেকে কম নয়। মেসেজে উল্লেখ দীপ্রর।