Awas Yojona: আসল প্রাপকদের নাম নেই আবাস তালিকায়, আবাস যোজনা নিয়ে ক্ষোভ মালদায়

Continues below advertisement

ABP Ananda Live: আসল প্রাপকদের নাম নেই আবাস তালিকায়। সেই কারণে বিক্ষোভ দেখালেন দুটি গ্রামের বাসিন্দারা। এর আগেও আবাস যোজনার তালিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে। 

 

 

গভীর রাতে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত অন্তত ৫ টি কাঠের গোলা। আগুন ছড়িয়ে পড়ে আসেপাশের বসতি এলাকাতেও। রাত ১.৩০ নাগাদ একের পর এক বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয়রা। স্থানীয়দের অনুমান রান্নার গ্য়াসের সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ। নিমতলায় ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন। নিমতলা ঘাট এলাকায় কাঠের গোডাউনে আগুন নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার কাঠের গোডাউনে আগুনের সাক্ষী থেকেছে নিমতলা।

 

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় পলাতক অন্যতম অভিযুক্ত ইকবাল। লালবাজার সূত্রে খবর বিহার থেকে দুষ্কৃতী আনিয়ে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল এই ইকবাল। খাস কলকাতায় কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করার চেষ্টা। আগ্নেয়াস্ত্র লক হয়ে অল্পের জন্য রক্ষা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram