Babita Sarkar : 'ববিতা নন, চাকরির প্রকৃত দাবিদার অনামিকা', আদালতে দায়ের মামলা
Continues below advertisement
'ববিতা নন, চাকরির প্রকৃত দাবিদার অনামিকা'। দাবি জানিয়ে আদালতে দায়ের মামলা। আজই মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। আগামীকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানির সম্ভাবনা। 'ফর্ম পূরণের সময় ববিতা লিখেছিলেন তিনি স্নাতক স্তরে ৮০০ র মধ্যে ৪৪০ পেয়েছেন'। ' ববিতা জানিয়েছিলেন, তিনি শতাংশের হিসাবে ৬০ শতাংশ পেয়েছেন। যদিও দেখা যাচ্ছে যে শতাংশের হিসাবে এটি ৬০ শতাংশের কম। অনামিকার দাবি, হিসাব অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রের ববিতার প্রাপ্য নম্বর ৩৩ এর পরিবর্তে ৩১ হওয়া উচিত। ববিতার মোট নম্বরও ৭৭ এর পরিবর্তে ৭৫ হওয়া উচিত, দাবি অনামিকার। গতকালই আদালতের দ্বারস্থ হয়ে ববিতা সরকার জানিয়েছিলেন যে তাঁকে ২ নম্বর বাড়তি দেওয়া হয়েছে। ববিতাকে গতকাল নতুন আবেদনপত্র দাখিল করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Babitasarkar Calcuttahighcourt