Bagda By Election 2024: শান্তনুর বিরুদ্ধে বসেছিলেন অনশনে, মধুপর্ণাকে বাগদা থেকে প্রার্থী করল তৃণমূল
Bagda By Election 2024 রাজনীতিতে চেনা মুখ নন। বীনাপানি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে, নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসে উঠে এসেছিলেন শিরোনামে। সেই মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে এবার বাগদা থেকে প্রার্থী করল তৃণমূল। বড়মার ঘরের দখল নেবে কে? লোকসভা ভোটের ঠিক আগে, ঠাকুরনগরের মতুয়াবাড়ি পারিবারিক দ্বন্দ্বের সাক্ষী হয় রাজ্য়বাসী। একদিকে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অন্য়দিকে মতুয়া বাড়িরই অপর সদস্য় তৃণমূলের রাজ্য়সভার সাংসদ মমতা ঠাকুর।এই সংঘাত গড়িয়েছিল অনশন পর্যন্ত। নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। এবার ২৫ বছর বয়সী মধুপর্ণাকেই ভোট-রাজনীতিতে নামাল তৃণমূল। মতুয়া অধ্য়ুষিত বাগদা বিধানসভার কেন্দ্রের উপ নির্বাচনে তাঁকে প্রার্থী করল শাসক দল।সল্টলেক কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা মধুপর্ণার এরপর ঠাকুরনগরের পিআর ঠাকুর কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক। লোকসভা ভোটে রায়গঞ্জ ও রানাঘাট লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারী। কিন্তু বিধানসভা উপনির্বাচনে ফের তাঁদেরকেই প্রার্থী করেছে তৃণমূল। একমাত্র ব্যাতিক্রমী বনগাঁর পরাজিত তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বাগদা বিধানসভা উপনির্বাচনে তাঁকে আর টিকিট দিল না দল। বদলে প্রার্থী করা হল, মতুয়া বাড়ির নতুন প্রজন্মের মুখ মধুপর্ণা ঠাকুরকে। ABP Ananda Live