Bagda TMC Win: তেরো বছর পর বাগদায় ঘাসফুল, জয়ী মধুপর্ণা ঠাকুর
তেরো বছর পর বাগদায় ঘাসফুল। জয়ী মধুপর্ণা ঠাকুর। বিজেপি প্রার্থীর পিছনে জয় বাংলা স্লোগান তৃণমূলের।
ভোট গণনার দিনও কাউন্টিং সেন্টারে তৃণমূলের জয় বাংলা স্লোগানের মুখে পড়লেন বাগদা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। কাউন্টিং হলের মধ্যে জয় বাংলা স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরা, অভিযোগ বিজেপি প্রার্থীর কাউন্টিং এজেন্টের। ভোটের দিনও তৃণমূলের জয় বাংলা স্লোগানের মুখে পড়েন বাগদার বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস।