Baghajatin News: টাকার জন্যই ছেলের হাতে হত্যা বাঘাযতীনের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকার ? কী বলছে তদন্তকারীরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: টাকার জন্যই ছেলের হাতে খুন হয়েছেন বাঘাযতীনের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা? পুলিশ সূত্রে খবর, মৃত মালবিকা মৈত্রর অ্যাকাউন্ট থেকে সোমবার সাড়ে ৯ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছিল ছেলের অ্যাকাউন্টে । ছেলের অ্যাকাউন্টে এখন ১৯ লক্ষ টাকা আছে । দেখা যাচ্ছে, মাঝেমধ্যেই মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে ছেলের অ্যাকাউন্টে কিন্তু কেন? সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের । খুনের পরেই বেপাত্তা মালবিকা মৈত্রর ছেলে । ৭২ বছরের মালবিকা মৈত্র দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলের প্রাক্তন শিক্ষিকা । তাঁর ছেলে বেসরকারি ব্যাঙ্কের কর্মী, কিছুদিন আগে অস্ত্রোপচার হওয়ায় শয্যাশায়ী হয়ে পড়েন বৃদ্ধা গতকাল বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির ভাড়ার ফ্ল্যাটে তাঁর আধপোড়া দেহ মেলে
চিনার পার্কে আসল কেন্দ্রীয় বাহিনীর নকল আয়কর অভিযানে টাকা-গয়না নিয়ে পালানোর অভিযোগ
চিনার পার্কে আসল কেন্দ্রীয় বাহিনীর নকল আয়কর অভিযানে টাকা-গয়না নিয়ে পালানোর অভিযোগ। ঘটনায় ধৃত ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার-সহ ৫ CISF জওয়ান সাসপেন্ড। অফিসার-সহ ৫ CISF জওয়ানের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ধৃত CISF ইনস্পেক্টর অমিতকুমার সিংয়ের পোস্টিং ছিল ফরাক্কা ব্যারাজে। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগকারিণীর সৎ মা আরতি সিং-কেও গ্রেফতার করেছে পুলিশ। আরতির সঙ্গে CISF-এর যোগসূত্র কী? লুঠের মাস্টারমাইন্ড কে? কীভাবে গোটা পরিকল্পনা? ধৃতদের জেরা করে এসব তথ্য পেতে চাইছে পুলিশ
বীরভূমের নলহাটিতে কৃষি সমবায় নির্বাচনে তৃণমূলকে হারাতে বিজেপি-সিপিএমের মধ্যে আসন সমঝোতার অভিযোগ। নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের কামালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৬টি আসনের জন্য ৭টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ৫টি বিজেপি এবং ২টিতে সিপিএম সমর্থিত প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে তৃণমূলের দাবি। দীর্ঘ ২৫ বছর পর এই কৃষি সমবায় সমিতিতে নির্বাচন হচ্ছে। তেইশের পঞ্চায়েত নির্বাচনে একসঙ্গে লড়াই করে শীতলগ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি-সিপিএম-কংগ্রেস জোট। সমবায় নির্বাচনেও তারা একই কৌশল নিয়েছে বলে তৃণমূলের দাবি। যারা মনোনয়ন জমা দিয়েছে, তারা দলের কেউ নয় বলে দাবি করেছে সিপিএম নেতৃত্ব। সিপিএমের সঙ্গে জোটের কথা স্বীকার করেননি বিজেপি জেলা সভাপতি।