Baguiati Murder: ‘অপমানের আক্রোশেই অতনুকে খুন’, কবুল করেছেন সত্যেন্দ্র, দাবি সিআইডি-র
Continues below advertisement
বাগুইআটিকাণ্ডে খুনের কথা কবুল করলেও মুক্তিপণ চেয়ে মেসেজ অথবা হুমকি মেসেজের কথা অস্বীকার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর। খবর সিআইডি সূত্রে। গতকাল গভীর রাত পর্যন্ত সত্যেন্দ্রকে জেরা করেন সিআইডি-র গোয়েন্দারা। সূত্রের খবর, জেরায় সত্যেন্দ্রর দাবি, ৫০ হাজার টাকা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় প্রতারক বলে অপমান করত অতনু, সেই আক্রোশেই খুন। মেসেজ পাঠানো বা ৫০ হাজার টাকার জন্য খুনের দাবি আদৌ সঠিক কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Continues below advertisement
Tags :
Baguiati Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital Death ABP Ananda ABP Ananda Bengali News