Baguihati Kidnap and Killing : অপহরণের পর চলন্ত গাড়িতেই ২ ছাত্রকে খুন, দাবি পুলিশের। চলন্ত গাড়ি থেকেই নয়ানজুলিতে ফেলে দেওয়া হয় মৃতদেহ।

Continues below advertisement

বাগুইআটিতে অপহরণের পরে ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃশংসভাবে খুন। ২৩ অগাস্ট ন্যাজাটের শিরিষতলা থেকে অতনু দের মৃতদেহ উদ্ধার। ২৫ অগাস্ট হাড়োয়া থেকে অভিষেক নস্করের মৃতদেহ উদ্ধার। প্রায় ২ সপ্তাহ ধরে পুলিশ মর্গেই পড়ে মৃতদেহ, জানতেই পারল না পুলিশ! খুনের কথা অভিযুক্ত স্বীকার করার পরে কেন তৎপর হল না পুলিশ? একজনের দেহ ইটভাটার জলাধারে, আরেকজনের দেহ মাছের ভেড়িতে। নজর ঘোরাতেই কি খুনের জন্য ভিন রাজ্যের গাড়ি ব্যবহার? 

অপহরণের পর চলন্ত গাড়িতেই ২ ছাত্রকে খুন, দাবি পুলিশের। ২ ছাত্রকে খুনের অভিযোগে এখনও পর্যন্ত ৪জন গ্রেফতার। ২ সপ্তাহ ধরে বসিরহাট পুলিশ মর্গে দেহ, জানতেই পারল না কেউ! ২৪ অগাস্ট নিখোঁজ ডায়েরি, তাও কেন তৎপর হল না পুলিশ? ২২ অগাস্ট বাগুইআটির জগত্‍পুর থেকে ২ ছাত্রকে অপহরণের অভিযোগ। ‘১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে এসএমএস পাঠায় অপহরণকারীরা’, টাকা না দিলে খুনের হুমকি দেয় অপহরণকারীরা, অভিযোগ পরিবারের। ‘জগৎপুর থেকে অপহরণের পরে রাজারহাটের রাস্তায় ঘোরে অপহরণকারীরা’, ‘অপহরণের পর রাজারহাটে নিয়ে যায় অপহরণকারীরা’, ‘রাজারহাটে একটি বাইকের শোরুম হয়ে বাসন্তী যায় অপহরণকারীরা’।
চলন্ত গাড়িতেই গলায় ফাঁস দিয়ে খুন, আলাদা জায়গায় ফেলা হয় মৃতদেহ: সূত্র।

‘চলন্ত গাড়ি থেকেই নয়ানজুলিতে ফেলে দেওয়া হয় মৃতদেহ’, পুলিশের কাছে এমনই স্বীকার করেছে এক অভিযুক্ত, দাবি পুলিশ সূত্রে। অপহরণ-খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী-সহ ২জন এখনও ফেরার । ‘অতনুকে বাইক কিনে দেওয়ার জন্য সত্যেন্দ্রকে ৫০ হাজার টাকা দিয়েছিল অতনুর বাবা’, বাইক কেনার জন্য ডেকে আরও টাকা চায় সত্যেন্দ্র, দাবি পুলিশের। ‘আগে থেকে দড়ি রাখা ছিল, ফাঁস দিয়ে খুন করা হয় ২ ছাত্রকে’, মুক্তিপণ চাওয়া হয় বলে সতর্কভাবে তদন্ত করার দাবি বিধাননগর পুলিশের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram