Malda: এবার মালদার চাঁচলে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল ব্যালট পেপার | ABP Ananda LIVE
এবার মালদার চাঁচলে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল ব্যালট পেপার। ব্যালট পেপারগুলি চাঁচল ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির। শাসক ও বিরোধীদলের প্রতীকে ছাপ মারা ব্যালটগুলি পড়েছিল ঝোপের মধ্যে গতকাল সেগুলি উদ্ধার করে চাঁচল থানার পুলিশ। বিজেপির দাবি, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলি যে আসনগুলির, সেখানে তৃণমূলের কাছে অল্প ব্যবধানে হেরেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, এভাবেই ব্যালট লুঠ করে ভোটে জিতেছে তৃণমূল।