Bamkura: স্ট্রংরুমের বাইরে ব্যালট, বিডিও-এসডিওকে হাইকোর্টের তলব

Continues below advertisement

বাঁকুড়ায় স্ট্রংরুমের বাইরে ব্যালট, বিডিও-এসডিওকে হাইকোর্টের তলব। বড়জোড়ার এসডিও, বিডিও ছাড়াও প্রিসাইডিং অফিসারকেও হাজিরার নির্দেশ । ৮ অগাস্ট এসডিও, বিডিওকে হাজিরার নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার । স্ট্রং রুমের বাইরে সিপিএমের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট উদ্ধারের অভিযোগ । সিপিএমের প্রতীকে ছাপ দেওয়া ২৪৮টি ব্যালট উদ্ধারের অভিযোগে মামলা । কী করে স্ট্রং রুমের বাইরে মাটিতে পড়ে ব্যালট? জানতে চায় হাইকোর্ট । আসল নয়, বাইরে পড়েছিল নকল ব্যালট, পাল্টা দাবি রাজ্য সরকারের । গ্রামবাসীরা ব্যালট ছাপানোর টাকা পাবে কোথা থেকে? প্রশ্ন বিচারপতির । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram