Nusrat Jahan: 'যাঁরা ভুল করেন, যাঁদের ভয় থাকে, তাঁরা ব্যাখ্য়া দেয়', সাংবাদিক বৈঠকে মন্তব্য নুসরতের
Continues below advertisement
মেজাজ হারালেন বসিরহাটের তৃণমূল সাংসদ। মাঝপথেই সাংবাদিকবৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন। কেন অভিযুক্ত সংস্থা থেকেই ঋণ? স্পষ্ট জবাব দিতে পারলেন না নুসরত। ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'যাঁরা ভুল করেন, যাঁদের ভয় থাকে তাঁরা ব্যাখ্য়া দেয়। আদালতে বিচারাধীন বিষয়, আইনত পদক্ষেপ হোক। যে কোম্পানির নামে অভিযোগ, সেই কোম্পানি থেকে ২০১৭-র মার্চে ইস্তফা দিই। ওই সংস্থা থেকে ১ কোটি ১৬ লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। ২০১৭-র মে মাসে সুদ সহ সেই ঋণ শোধ করে দিয়েছি'। এদিন বসিরহাটের তৃণমূল সাংসদ দাবি করেন আদালতে ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। ওই সংস্থার কোনও শেয়ার আমার নেই'।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News